ফরয গোসল বিলম্বে করলে তায়াম্মুম করা
প্রশ্ন : শুনেছি, স্বামী-স্ত্রীর মিলনের পর গোসলের আগ মুহূর্ত পর্যন্ত সময়টাতে তায়াম্মুম করতে হবে কথাটা কতটুকু সঠিক? কেউ যদি জরুরি না ভেবে তায়াম্মুম করে, তাহলে কোনো সমস্যা আছে কি?
উত্তর : গোসল ফরয হলে যথাসম্ভব তাড়াতাড়ি গোসল করে নেওয়া উত্তম, তবে কোনো কারণে বিলম্ব হলে ওজু করে নেওয়া মুস্তাহাব। তবে ওজু কষ্টকর হলে তায়াম্মুমও করা যেতে পারে। (১৯/৫০৪/৮২৮২)
Tag:তায়াম্মুম