ফরয গোসলের পদ্ধতি ও দু’আর উচ্চারণ
প্রশ্ন : ফরয গোসল করার সময় úূর্ণ বিসমিল্লাহ ও গোসলের দু’আ এবং ওজুর দু’আ মুখে উচ্চারণ করে পড়া যাবে কি না? মেহেরবানি করে ফরয গোসল করার পদ্ধতি বর্ণনা করলে অনেকের উপকার হবে। ‘বেহেশতি জেওরে’ উল্লেখ আছে যে নাপাক অবস্থায় দু’আর নিয়্যাতে দরূদ ও কোরআনের আয়াত পড়া যায়।
উত্তর : ফরয গোসল করার সময় দু’আর নিয়্যাতে বিসমিল্লাহ এবং ওজু ও গোসলের দু’আ পড়ার অনুমতি আছে। ফরয গোসলের পদ্ধতি হলো, প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে শরীরের অন্য স্থানে নাপাক থাকলে তা ধৌতকরত সুন্নাত মোতাবেক ওজু করে প্রথমে মাথায় অতঃপর ডান ও বাম পার্শ্বে তিন-তিনবার করে পানি প্রবাহিত করে সমস্ত শরীর ধৌত করে নেবে। (১০/৯৬৪/৩৩৯৬)
Tag:ফরয গোসলের