ফরযের পর সুন্নাতে মুআক্কাদা কখন পড়বে
প্রশ্ন : ফরয নামাযের পর সুন্নাতে মুআক্কাদা পড়ার পদ্ধতি কী? ফরযের পর সাথে সাথে পড়বে নাকি দেরি করেও পড়া যাবে? যদি দেরি করেও পড়া যায় তবে কতটুকু সময় পর্যন্ত দেরি করা যাবে এবং ফরয নামায পড়ার পর সুন্নাত পড়ার আগে দুনিয়াবী কথা বা কাজ করা কেমন?
উত্তর : ফরয নামাযের পর সুন্নাতে মুআক্কাদাহ পড়ার পূর্বে কোনো ধরনের কথা বলা উচিত নয়। এতে সুন্নাতের সাওয়াব কমে যায়। তবে ফরযের পরاللھم انت السلام الخ দু’আটি পড়ে অথবা সংক্ষিপ্ত মুনাজাতের পর বিলম্ব না করে সুন্নাতে মুআক্কাদা মসজিদে বা ঘর নিকটে হলে ঘরে গিয়ে পড়া উত্তম পদ্ধতি। আর যদি কেউاللھم انت السلام الخ সহ অন্যান্য ওযীফা আদায় করার পরিমাণ সময় বিলম্ব করে সুন্নাত পড়ে, তাতেও কোনো গোনাহ নেই, তবে তা অনুত্তম। (১৫/৬৮৩/৬১৯০)