ফরযের পর তাসবীহ আদায়
প্রশ্ন : ‘ফরযের পর তাসবীহ’ এর দ্বারা কী বোঝানো হয়? তাসবীহ ফরয নামাযের পরপরই আদায় করবে, নাকি সুন্নাত-নফল সব নামায শেষ করে?
উত্তর : যে সমস্ত ফরয নামাযের পর সুন্নাতে মুআক্কাদা আছে ওই সমস্ত ফরযের পর দীর্ঘ কোনো দু’আ বা তাসবীহ পড়া উচিত নয়। বরং তাড়াতাড়ি সুন্নাতে মুআক্কাদা আদায় করে নেওয়া উচিত। হ্যাঁ, সংক্ষিপ্তভাবে কিছু পড়তে আপত্তি নেই। যেমন : اللھم انت السلام ومنك السلام تبارکت یا ذا الجلال والاکرام পরিমাণ দু’আ বা তাসবীহ পড়তে পারবে। আর যে সমস্ত ফরযের পর সুন্নাতে মুআক্কাদা নেই, সেসব ফরয নামাযের পরপরই হাদীসে বর্ণিত তাসবীহ, দু’আ-দরূদ ইত্যাদি পড়বে। (৬/৫৩/১০৬৪)