ফতওয়া প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা
প্রশ্ন : জনৈক চেয়ারম্যান ও একজন আলেম। নিম্নে বর্ণিত কারণে কোনো এক গ্রামের মুফতি সাহেবকে উক্ত গ্রামে ফতওয়া দিতে নিষেধ করে দেন। আর বলে দেন যে আপনি অন্তত এই গ্রামে ফতওয়া দিতে পারবেন না, কেননা এর দ্বারা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
কারণসমূহ :
১. ফতওয়া দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করেন।
২. কয়েকটি ফতওয়ায় ভুল করেছেন।
৩. নিজের ফতওয়া টিকানোর জন্য মিথ্যার আশ্রয় নেন।
৪. নিজের ফতওয়াকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেন।
মুফতি সাহেব হুজুরের নিকট আমার জানার বিষয় হলো, এ সমস্ত কারণে মুফতি সাহেবকে ফতওয়া দিতে নিষেধ করা উক্ত আলেম ও চেয়ারম্যানের জন্য ঠিক হলো কি না? দলিলসহ জানালে চির কৃতজ্ঞ হব।
উত্তর : প্রশ্নে উল্লিখিত বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে বর্ণিত কারণসমূহের জন্য মুফতি সাহেবকে ফতওয়া প্রদানে বাধা দেওয়া উক্ত আলেম এবং চেয়ারম্যানের জন্য শরীয়ত পরিপন্থী কাজ হয়নি। (১২/৩৫১/৩৯৫১)