ফতওয়া প্রদানের অধিকার ও শর্ত
প্রশ্ন : ফতওয়া প্রদান করার অধিকারী কে? এবং ফতওয়া প্রদানের শর্তাবলি কী?
উত্তর : যেসব উলামায়ে কেরাম কোরআন-সুন্নাহর ইলম অর্জন করেছেন এবং ফিক্বাহশাস্ত্র ও ফতওয়াদানের নিয়মনীতি, উসূল পদ্ধতির অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি কোনো অভিজ্ঞ মুফতীর তত্ত্বাবধানে শরীয়ত মোতাবেক শরয়ী সমস্যার সমাধান পেশ করার চর্চা করে ব্যুৎপত্তি লাভ করেছেন। এর সাথে সাথে আমল-আখলাকে উন্নত, ন্যায়পরায়ণ ও খোদাভীরু এবং যুগীয় পরিভাষা পরিস্থিতি সম্পর্কে অবগত, একমাত্র তিনিই ফতওয়া প্রদান করার অধিকারী। (১৪/২৪৯/৫৬০৪)