ফজরের মুস্তাহাব ওয়াক্ত
প্রশ্ন : ফজরের নামায মুস্তাহাব সময়ে আদায় করতে হলে সূর্যোদয়ের কত মিনিট পূর্বে নামায আরম্ভ করতে হবে? শরীয়তের দৃষ্টিতে জানালে উপকৃত হব।
উত্তর : সূর্যোদয়ের এতটুকু পূর্বে ফজরের নামায আরম্ভ করা মুস্তাহাব, যাতে একবার সুন্নাত তরীকায় নামায আদায় করার পর কোনো কারণে নামায দোহরাতে হলে যেন আবারও সুন্নাত তরীকায় পড়ে নিতে পারে। মুফতিয়ানে কেরামের ভাষ্য মতে, এর জন্য সূর্যোদয়ের ২৫-৩০ মিনিট পূর্বে নামায আরম্ভ করবে। (১৮/৬৪৩/৭৮০৩)