ফজরের জামাআত চলাকালীন সুন্নাত পড়া
প্রশ্ন : ফজরের জামাআত চলাকালীন সুন্নাত পড়া জরুরি কি না?
উত্তর : যদি ইমামের সাথে ফরযের এক রাক’আত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফজরের সুন্নাত ও অন্যান্য সুন্নাত অবশ্যই পড়ে নেবে। তবে তা জামাআতের স্থান থেকে পৃথক হয়ে পড়বে। (১৯/১৪৯/৮০৬১)