প্রস্রাবের পর ঢিলা ব্যবহার সুন্নাত
প্রশ্ন : আলেম-উলামার মুখে শুনে আসছি যে পায়খানা ও প্রস্রাবের পর ঢিলা ব্যবহার নবীজি (সা.)-এর সুন্নাত। কিন্তু একজন মৌলভী সাহেব বলেন, প্রস্রাবের পর ঢিলা ব্যবহার সুন্নাত নয়, কেননা সিহাহ সিত্তাতে তার কোনো প্রমাণ নেই। বরং শুধু পায়খানার পর ঢিলার কথাই বলা হয়েছে। আসলে কি সিহাহ সিত্তার মধ্যে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি? অন্য কোনো সহীহ হাদীসে পাওয়া গেলেও জানাবেন?
উত্তর : শরীয়তের সব হুকুম সরাসরি কোরআন ও হাদীসনির্ভর নয়, এর সাথে ইজমা-কিয়াসও সংযুক্ত। আর সহীহ হাদীস সব সিহাহ সিত্তার মধ্যে সীমিত নয়। এর বাইরেও অসংখ্য সহীহ হাদীস রয়েছে। সুতরাং শরয়ী দলিল বলতে সিহাহ সিত্তা মনে করা অবান্তর। প্রশ্নে উল্লিখিত প্রস্রাবের পর ঢিলা ব্যবহার করার কথা একাধিক সহীহ হাদীসে থাকায় ফিকাহবিদগণ সুন্নাত হিসেবে উল্লেখ করেছেন, তাই তা নিঃসন্দেহে সুন্নাত। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। (৭/৩২৬/১৬৪২)