প্রস্রাবের পরও ঢিলা ও পানি ব্যবহার উত্তম
প্রশ্ন : পায়খানা পরিষ্কারের জন্য তিনটি ঢিলা ব্যবহারের কথা হাদীসে রয়েছে, তাই তা সুন্নাত। কিন্তু প্রস্রাবের ব্যাপারে তো কোনো হাদীসে নেই যে ঢিলা ব্যবহার করতে হবে। তবে কি প্রস্রাবের ক্ষেত্রেও ঢিলা ব্যবহার সুন্নাত, না শুধুমাত্র পানি ব্যবহারই সুন্নাত?
উত্তর : পায়খানার পর যেমন ঢিলা ব্যবহার করা সুন্নাত, তেমনি প্রস্রাবের পরও ঢিলা ব্যবহার সুন্নাত এবং তা হাদীস দ্বারা প্রমাণিত। তবে উভয় ক্ষেত্রে ঢিলার পর পানি ব্যবহার করা উত্তম। ৯/৭০১