প্রস্রাবের পথে ধাতু থাকলে প্রস্রাব করে ওজু করা
প্রশ্ন : জনৈক ব্যক্তি ওজু করে পবিত্র হওয়ার পর প্রায় এক ঘণ্টা যাবৎ পবিত্র থাকে। অতঃপর লিঙ্গের ভেতরে অগ্রভাগে কখনো সাদা-পিচ্ছিল পানি দেখতে পায়, আবার কখনো প্রস্রাব। প্রশ্ন হলো, পাঁচ ওয়াক্ত নামাযের পূর্বে কি পুরো লিঙ্গের ভেতরে সাদা পানির অবকাশ থাকায় প্রস্রাব করে ওজু করতে হবে? এমতাবস্থায় সে ইমামতি করতে পারবে কি না?
উত্তর : ওজু অবস্থায় প্রস্রাবের রাস্তা দিয়ে বিন্দুমাত্র কিছু বের হলেও ওজু ভেঙে যাবে। তাই ওজু করার পর প্রস্রাবের রাস্তা দিয়ে যাতে কোনো কিছু বের না হয় তার ব্যবস্থা নেওয়া জরুরি। যদি প্রস্রাবের রাস্তা ধৌত করার পরও আশঙ্কা থাকে, তাহলে প্রস্রাব করে পূর্ণ পবিত্রতা অর্জন করে ওজু করা জরুরি। এর পরও যদি সন্দেহ থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই, এমতাবস্থায় ইমামতি করতে পারবে। (১৮/৯৭৪/৭৯৫৪)