প্রসব বেদনা নিশ্চিতকরণে ডাক্তারি পরীক্ষার পর গোসল
প্রশ্ন : মেয়েদের প্রসব বেদনা উঠলে ডাক্তার বা তার সহযোগীরা জরায়ুর ভেতর আঙুল ঢুকিয়ে পরীক্ষা করে তা প্রসব বেদনা কি না, যদি কোনো মেয়েলোকের প্রসব বেদনা হয় এবং ডাক্তার এভাবে পরীক্ষা করে তবে কি তার ওপর গোসল ফরয হবে?
এভাবে পরীক্ষা করার পর যদি কোনো নামাযের ওয়াক্ত আসে (বাচ্চা প্রসব হওয়ার আগে) তবে সে মেয়ে কি গোসল করে নামায আদায় করবে নাকি শুধু ওজু করলেই চলবে?
উত্তর : মেয়েদের প্রসব বেদনা উঠলে ডাক্তার বা তার সহযোগীরা প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে পরীক্ষা করলে তখন তার ওপর গোসল ফরয হবে না বরং ওজু ভেঙে যাবে। এমতাবস্থায় যদি নামাযের ওয়াক্ত এসে যায় তখন ওই মহিলা শুধু ওজু করলেই যথেষ্ট হবে, গোসল করার প্রয়োজন নেই। (১২/৪৭৭/৩৯৬৫)
Tag:গোসল