প্রতি রাক’আতে ভিন্ন ভিন্ন সূরার অংশবিশেষ পড়া
প্রশ্ন : ইমাম সাহেব সাধারণত তিন পদ্ধতিতে নামাযে কিরাত পড়েন, কখনো প্রতি রাক’আতে পূর্ণ একটি সূরা, দুই রাক’আত মিলে পূর্ণ একটি সূরা, দুই রাক’আতে ভিন্ন ভিন্ন সূরার মাঝ থেকে বা শেষের দিকের আয়াত। এসব পদ্ধতিতে তেলাওয়াত করা সুন্নাত, মুস্তাহাব নাকি ফরয?
উত্তর : উল্লিখিত সকল পদ্ধতি জায়েয, তৃতীয় পদ্ধতি সর্বদা করা উচিত নয়। তবে মুফাস্সাল সূরাসমূহ হতে সুন্নাত মোতাবেক প্রথম পদ্ধতিতে কিরাত পড়া মুস্তাহাব। (১৯/৬৭৪/৮৩৭৮)
Tag:সূরার