প্রকৌশলী হওয়া
প্রশ্ন : আমি একজন প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিভাগের ছাত্র। প্রকৌশল বিভাগে বেশ কতগুলো শাখা আছে। যেমন : ১. সিভিল ইঞ্জিনিয়ারিং (ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণসংক্রান্ত), ২. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (বৈদ্যুতিক কাজকর্ম), ৩. মেকানিক্যাল ইঞ্জিরিয়ারিং (যান্ত্রিক) ইত্যাদি। এতে সংশ্লিষ্ট হওয়াতে কোনো প্রকার বাধা আছে কি না? যেহেতু আমি ইলিকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, তাই এ বিদ্যাকে দ্বীনের খেদমতে কিভাবে ব্যবহার করতে পারি?
উত্তর : যে বিদ্যা আপনি অর্জন করছেন শরয়ী নীতিমালা মান্য করে তাতে সংশ্লিষ্ট হওয়াতে বাধা নেই। আর এর দ্বারা বৈধ পন্থায় অর্থ উপার্জনকরত ওই অর্থ দ্বীন প্রচারের কাজে ব্যবহার করে দ্বীনের খেদমতে শরীক হতে পারেন। (৮/৭৪৮/২৩২১)