পূর্বাভ্যাস খেয়াল না থাকা অবস্থায় ১০ দিনের বেশি রক্ত দেখা দিলে করণীয়
প্রশ্ন : জনৈকা মহিলার অনিয়মিত মাসিক হয়, কোনো কারণে পূর্ব মাসের আদত খেয়াল না থাকলে দশের অধিকের ক্ষেত্রে কী করবে? শরীয়তসম্মত সমাধান দিয়ে বাধিত করবেন।
উত্তর : যেহেতু হায়েযের শেষ সীমা ১০ দিন, তাই ১০ দিনের পর নিয়মিত নামায-রোজা আরম্ভ করবে। এ ক্ষেত্রে আগের মাসের আদত খেয়াল না থাকলে খুব চিন্তাভাবনার পর প্রবল ধারণা অনুযায়ী যত দিনের আদত খেয়াল হবে, তত দিনই হায়েয হিসাবে গণ্য করা হবে। আর যদি প্রবল ধারণা না হয় তবে উক্ত মহিলা যখন নিজেকে হায়েয অবস্থায় মনে করবে তখন নামায বন্ধ রাখবে আর যখন পবিত্র মনে করবে তখন গোসল করে নামায পড়বে। (৮/৫১৩/২২৩৮)
Tag:১০ দিনের