পূর্ণ ১৫ দিন পবিত্রতার পূর্বে রক্ত এলে করণীয়
প্রশ্ন : একজন মহিলার ৪ দিন হায়েয হওয়ার পর ১২ অথবা ১৪ দিন পবিত্র থাকল, তারপর আবার ১ দিন হায়েয দেখা গেল। তাহলে এই দিনটি হায়েয হিসেবে গণ্য হবে? এমতাবস্থায় সে শরীয়তের সব হুকুম-আহকাম অব্যাহত রাখবে, নাকি বিরত থাকবে?
উত্তর : একবার হায়েয আসার পর কমপক্ষে ১৫ দিন পবিত্র থাকার পূর্বে যদি আবার রক্ত দেখা দেয় তাহলে তা ইস্তিহাজা বা রোগ সাব্যস্ত হয়। তাই যদি পূর্বে কোনো আদত বা অভ্যাস না থাকে তাহলে ১০ দিন ব্যতীত বাকি দিনগুলো ইস্তিহাজা হবে। ইস্তিহাজা অবস্থায় শরীয়তের হুকুম-আহকাম যথাÑনামায-রোজা ইত্যাদি পূর্ণরূপে পালন করতে হবে এবং স্বামী-স্ত্রীর দৈহিক মিলনে কোনো অসুবিধা হবে না। (১২/৫৩৮/৪০৩৯)
Tag:১৫ দিন