পুরুষ যেমন হবে, স্ত্রীও তেমন হবে
প্রশ্ন : জনৈক আলেম বলেছেন, যে পুরুষের চরিত্র যেমন হবে, সে একই চরিত্রের স্ত্রী পাবে। তিনি এ কথার ব্যাখায় বলেন, পুরুষ যদি ব্যভিচারী হয় সে ব্যভিচারিণী স্ত্রী পাবে। পুরুষ যৌন বিষয়ে যে ধরনের অন্যায় করেছে তার স্ত্রীকেও যৌন বিষয়ে এ ধরনের অন্যায়কারীনী পাবে। তিনি আরো বলেন, এ ধরনের কথা কোরআন-হাদীসে উল্লেখ আছে। প্রশ্ন হলো, তার বক্তব্য কতটুকু সত্য?
উত্তর : কোরআনে কারীমের সূরা আন নূরের বক্তব্যের সারকথা হচ্ছে, যে ব্যক্তি যেমন চরিত্রের অধিকারী সাধারণত সে অনুরূপ চরিত্রের জোড়ার প্রতি স্বভাবগতভাবে আকৃষ্ট হয়ে থাকে এবং অধিকাংশ সময় এমন মিলেও যায়। তবে নির্দিষ্ট কোনো জোড়ার ব্যাপারে এমন হয়েছে বলে নিশ্চিত দাবি করা যাবে না। (১৮/১৫৩/৭৪৬৫)
সুরা নুর , আয়াত : 3, 26, তাফসিরে রুহুল মাআনি : 9/380