পুরাতন গিলাফ ও রেহালের সম্মান
প্রশ্ন :
১. কোরআন শরীফের গিলাফ পুরাতন হলে বা ছিঁড়ে গেলে তার দ্বারা অন্য কোনো কাজ করা জায়েয কি না? যেমন : ঘর, টেবিল, জুতা মোছা ইত্যাদি।
২. কোরআন শরীফ রাখার রেহাল ভেঙে গেলে তা অন্য কাঠের মতো যেকোনো কাজে ব্যবহার করা বা লাকড়ির মতো আগুনে জ্বালানো জায়েয কি না?
উত্তর : ১, ২. কোরআন শরীফের গিলাফ ও রেহাল কোরআন শরীফের কারণে সম্মানী বস্তু। তাই এগুলো পুরাতন হয়ে গেলে, ছিঁড়ে গেলে কিংবা ভেঙে গেলে এগুলোকে সম্মান পরিপন্থী নিম্নমানের কোনো কাজে ব্যবহার করা বা পুড়িয়ে ফেলার অনুমতি নেই। সুতরাং কোরআন শরীফের পুরাতন গিলাফ কোনো ধরনের জিনিস মোছার কাজে ব্যবহার করবে না। অনুরূপ কোরআন শরীফ রাখার রেহাল অকেজো হয়ে গেলে তা খড়ির মতো জ্বালানোর কাজে ব্যবহার করবে না। বরং সম্মানজনক কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করবে। (১০/৮২/২৯৮৫)
আদ্দুররুল মুহতার : 1/178, মওজুদা জমানা কে মাসায়েল কা শরয়ী হল : 12