পুরাতন কোরআন শরীফ সংরক্ষণের উপায়
প্রশ্ন : কোরআন শরীফের ফাটা পুরনো অংশ কিভাবে সংরক্ষণ করা হবে? জানালে চির কৃতজ্ঞ হব।
উত্তর : কোরআন শরীফ আল্লাহ তা’আলার পবিত্র কালাম, এর সম্মান রক্ষা করা মুসলিম জাতির ঈমানী দায়িত্ব। তাই যেসব কোরআন মজীদ পুরনো হয়ে তেলাওয়াতের অনুপযুক্ত হয়ে গেছে, ওই সব কোরআন মজীদ পবিত্র কাপড়ে মুড়িয়ে মানুষের কবরের ন্যায় কবর খনন করে তাতে দাফন করে দেবে। (১৪/৪০২)
রদ্দুল মুহতার : 1/177