পীর না ধরলেও মুসলমান থাকবে এবং ইবাদত কবুল হবে
প্রশ্ন : পীর ধরা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জরুরি? যদি কেউ না ধরে তাহলে তার ইবাদত কবুল হবে কি না? কেউ কেউ বলে, পীর না ধরলে মুসলমানের মধ্যে গণ্য হবে না।
উত্তর : পীর ধরা জরুরি নয়; তবে আত্মশুদ্ধি জরুরি। রোগীর চিকিৎসা ও সুস্বাস্থ্যের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তবে বাইআত বরকতপূর্ণ। কেউ পীর না ধরলে সে মুসলমানের মধ্যে গণ্য হবে না, কথাটি ভিত্তিহীন। (১০/৫৩৫/৩১৯১)
Tag:পীর