পীরের হাতে বাইআত গ্রহণ করার হুকুম
প্রশ্ন : বর্তমান যুগে সঠিক পীরের হাতে বাইআত গ্রহণ করা ফরয, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব?
উত্তর : সুখ ও শান্তিময় জীবন ব্যাধিমুক্ত সুস্থ-সবল শরীর ছাড়া লাভ হয় না। তাই মানুষ নিজেকে ব্যাধিমুক্ত সুস্থ-সবল রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। অনুরূপভাবে শরীয়তের বাহ্যিক আমলের পাশাপাশি আত্মা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি ছাড়া দুনিয়া ও আখিরাতে সফলতা ও শান্তি অর্জন সম্ভব নয়। তাই এ বিষয়ে বিশেষজ্ঞ তথা হক্কানী পীরের শরণাপন্ন হতে হয়। জাহেরী আমলকে সুন্নাতের মাপকাঠির ওপর পুরোপুরি নিয়ে আসা, ইবাদতে ইখলাস ও ইহসানের দরজা হাসিল করা, নিজেকে উত্তম চরিত্রের অধিকারী করার মতো গুরুত্বপূর্ণ কর্ম হক্কানী পীরের সান্নিধ্য ছাড়া সাধারণত সম্ভব নয়। সুতরাং শরীয়তের দৃষ্টিতে এই বাইআত ফরয-ওয়াজিব না হলেও এর আবশ্যকীয়তা অস্বীকার করার অবকাশ নেই। (১২/৬১০/৪০৮১)
Tag:বাইআত