পিতা সাহেবে নেসাব হলে নাবালেগ সন্তান যাকাত খেতে পারবে না
প্রশ্ন : মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং থেকে যে সকল নাবালেগ ছাত্রকে খানা দেয়া হয় তাদের পিতা বছরের কোনো সময় সাহেবে নেসাব থাকে আবার কখনো থাকে না, যা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে অজানা। এমতাবস্থায় এ সকল ছাত্রকে সারা বছরের জন্য খানা দেয়া এবং ছাত্রদের জন্য খাওয়া জায়েয হবে কিনা? এর দ্বারা যাকাত আদায় হবে কিনা?
উত্তর : নাবালেগের পিতা নেসাবের মালিক হলে সেই নাবালেগ ছাত্রকে যাকাত দেয়া যায় না। মাদ্রাসার যাকাত ফান্ড থেকে খানা জারী করার ক্ষেত্রে নাবালেগ ছাত্রের পিতার আর্থিক অবস্থা জেনে নেয়া জরুরী। তবে কেউ নিজেকে গরীব বলে প্রকাশ করে ফ্রী খানা জারী করে থাকলে এর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দাতাদের যাকাতও আদায় হয়ে যাবে। এমতাবস্থায় পিতাগণ জেনে-শুনে নিজ সন্তানদেরকে যাকাত ফান্ড থেকে খানা খাওয়ালে তারাই গুনাহগার হবেন। (১৭/৮১৩/৭২৮০)