পিতা-মাতার কথায় স্ত্রীকে তালাক দেওয়া সংক্রান্ত হাদীসের ব্যাখ্যা
প্রশ্ন : হযরত ইবনে উমর (রা.)-এর ঘটনা এবং আবু দারদা (রা.) হতে বর্ণিত হাদীস থেকে যা মেশকাত শরীফে আছে বোঝা যায়, স্ত্রীর ওপর পিতা-মাতা নারাজ হলে স্ত্রীকে তালাক দিতে হবে। বর্তমানে মা-বাবার কথা অনুযায়ী তালাক দেওয়া যাবে কি না? তা না হলে হাদীসের উত্তর কী হবে?
উত্তর : মা-বাবা যদি শরীয়ত কর্তৃক বাধ্যতামূলক আহকাম পরিহার করার কথা ছেলে-সন্তানকে বলে তাহলে তা মানা ছেলে-সন্তানের জন্য জরুরি নয় বরং না মানা জরুরি। তদ্রƒপ শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজ করার নির্দেশ মা-বাবা দিলে তা মানাও ছেলে-সন্তানের জন্য নাজায়েয। উপরোক্ত নীতিমালার আলোকে পুত্রবধূ যদি শ্বশুর-শাশুড়িকে বাস্তবে কষ্ট দিতে থাকে এবং তারা পুত্রবধূর অযথা কষ্টে অতিষ্ঠ হয়ে পুত্রবধূকে তালাক দেওয়ার জন্য ছেলেকে নির্দেশ দেয় তাহলে মানা ছেলের জন্য জরুরি। অন্যথায় মা-বাবার নির্দেশ মানা ছেলের জন্য জরুরি নয়, বরং অহেতুক তালাক দেওয়ার হুকুম পালন করলে গোনাহ হবে। (১১/৪১২/৩৫৭৮)