পার্থিব স্বার্থে কোরআন পড়ে বিনিময় গ্রহণ বৈধ
প্রশ্ন : বরকত, রোগ থেকে আরোগ্য ও বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের আয়াত পাঠ করে টাকা গ্রহণ করা বৈধ হবে কি?
উত্তর : কোরআন শরীফের তেলাওয়াত যদি সাওয়াবের উদ্দেশ্য ব্যতীত দুনিয়াবী উদ্দেশ্যে যেমন রোগব্যাধি থেকে মুক্তি, বিপদ-আপদ থেকে নিষ্কৃতির লক্ষ্যে হয়ে থাকে তাহলে বিনিময় গ্রহণ করা বৈধ হবে। কেননা তা ইবাদতের অন্তর্ভুক্ত নয়, বরং চিকিৎসার অন্তর্ভুক্ত। তাই প্রশ্নে বর্ণিত অবস্থাতে বিনিময় গ্রহণ করা জায়েয হবে। (১২/৫০০/৪০৪১)