পানি প্রবেশে প্রতিবন্ধক থাকলে ওজু হবে না
প্রশ্ন : আমি ওজু করার সময় যথেষ্ঠ সতর্কতা অবলম্বন করি। কিন্তু একদিন শুক্রবারে আমি ওজু করে মসজিদে সালাতুত তাসবীহ, জুমু’আর নামায ও কোরআন তেলাওয়াত করে বাসায় যাওয়ার পর এক পায়ের নিচের তালুতে একটু কালো দাগ দেখতে পাই এবং চেষ্টা করে তা উঠিয়ে ফেলি। এতে আমার নামায ও কোরআন তেলাওয়াতের কোনো ক্ষতি হয়েছে কি না? হয়ে থাকলে এর জন্য করণীয় কী?
উত্তর : দাগটি থাকা সত্ত্বেও পানি চামড়ায় পৌঁছে থাকলে ওজুর কোনো ক্ষতি হয়নি। আর পানি না পৌঁছলে ওজু সহীহ হয়নি। এমতাবস্থায় এদিনের জুমু’আর নামাযের পরিবর্তে শুধু যোহরের ফরয নামায কাযা করে দিলে হবে। (৬/৪২৮)