পানি দ্বারা ইস্তিঞ্জা জরুরি হওয়া সত্ত্বেও না করলে তার বিধান
প্রশ্ন : প্রস্রাব-পায়খানার পর এসব নাপাকি নির্গত হওয়ার স্থান থেকে এক দিরহাম পরিমাণের কম বা বেশি ছড়াল। কিন্তু পানির অভাবে বা কোনো কারণে কেউ পানি ব্যবহার করল না, তার শরীর ঘামল এবং এসব স্থান ভিজে গেল এতে কাপড় নাপাক হবে কি? আর পুরুষাঙ্গের অগ্রভাগ সাধারণত জাংগিয়া পরা অবস্থায় অণ্ডকোষের সাথে লেগে থাকে, এতেও শরীর বা কাপড় নাপাক হবে কি না?
উত্তর : নাপাকি নির্গত হওয়ার স্থান থেকে এক দিরহাম বা এর চেয়ে কম ছড়িয়ে পড়লে ঢিলা করার পর ওই স্থান ধৌত করবে, না ধুয়ে নামায পড়া মাকরূহ। আর এক দিরহাম থেকে বেশি হলে তা না ধুয়ে রেখে দেওয়া নাজায়েয। সর্বাবস্থায় ওই স্থান ভিজে কাপড়ে এক দিরহামের চেয়ে বেশি পরিমাণ লেগে থাকলে কাপড়ও নাপাক হয়ে যাবে। (৫/৩৬৩/৯১৬)
Tag:ইস্তিঞ্জা