পানি থাকতে তায়াম্মুম
প্রশ্ন : আমার ম্যাডাম গাড়িতে চলাকালীন নামাযের ওয়াক্ত হলে ছোট একটি মাটির টুকরা দিয়ে তায়াম্মুম করে নামায আদায় করে। অথচ আশপাশে দেখলে পানি পাওয়া যাবে। এমতাবস্থায় তায়াম্মুমের সঠিক মাস’আলা কী?
উত্তর : আপনার ম্যাডাম নামাযের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে তামাশা করছে। এ ধরনের সব নামায ওজু করে কাযা করতে হবে, সাথে সাথে তাওবাও করতে হবে। কেননা তায়াম্মুম কেবল পানি না পেলে বা ব্যবহারে ক্ষতির প্রবল আশঙ্কা হলেই করা যায়। (১৪/৯৭১/৫৯০২)
Tag:তায়াম্মুম