পানির কম-বেশির পরিমাণ ও সদরঘাটের পানির বিধান
প্রশ্ন : ১. পানি পাক-নাপাক হওয়ার সুনির্দিষ্ট পরিমাণ কী?
২. সদরঘাটের পানির গুণ, স্বাদ, ঘ্রাণ ও রং পরিবর্তন হয়ে সবই দূর হয়ে গেছে, এরপরও কি তা পবিত্র পানির মধ্যে গণ্য হবে? কারণ পানির হাকিকত তথা প্রবাহমান তারল্য বাকি আছে।
উত্তর : ১. হাউজ অথবা পুকুরের পানি যদি ১০০ বর্গহাত অথবা তার চেয়ে অধিক হয় তাহলে উক্ত পানি শরীয়তের দৃষ্টিতে ‘বেশি পানি’ হিসেবে গণ্য হবে, যার মধ্যে নাপাক পড়ে নাপাকি প্রকাশ না হওয়া পর্যন্ত পানি নাপাক হয় না। আর পানির পরিমাণ এর চেয়ে কম হলে তা কম পানি হিসেবে বিবেচিত হবে, তাতে নাপাক পড়লেই পানি নাপাক হয়ে যাবে।
২. নাপাকির দ্বারা পানির রং, গন্ধ ও স¦াদÑএ তিনটি গুণাবলি হতে যেকোনো একটি গুণ বিনষ্ট হয়ে গেলেই পানি নাপাক হয়ে থাকে। সাধারণত নদী ও সমুদ্রের পানির ক্ষেত্রে এ রকম হয় না। তা সত্ত্বেও প্রশ্নে বর্ণিত বিবরণ সত্য হলে সদরঘাটের পানি নাপাক হিসেবে গণ্য হবে। (১৫/২০০/৫৯৮৭)