পাত্রে লিখিত কোরআনের আয়াত ধৌত করে গোসল করা
প্রশ্ন : এক ব্যক্তি খুব জটিল রোগে আক্রান্ত। এখন চিকিৎসার উদ্দেশ্যে সূরায়ে ইয়াসীন চিনির বাসনে লিখে অতঃপর বাসন ধৌত করে উক্ত পানি দ্বারা গোসল করা যাবে কি না? শরয়ী দলিল সহকারে জানতে আগ্রহী।
উত্তর : প্রশ্নে উল্লিখিত পদ্ধতিতে চিনির বাসনে সূরায়ে ইয়াসীন বা কোরআন শরীফের অন্য কোনো স্থান থেকে লিখে উক্ত বাসন ধৌত করে তা দ্বারা গোসল করা বৈধ হবে। তবে সতর্ক থাকতে হবে যেন নাপাক অবস্থায় উক্ত পানি দ্বারা গোসল না করে। বরং প্রথমে সাধারণ পানি দ্বারা গোসল করে উক্ত পানি ব্যবহার করবে এবং ওই পানি যেন মানুষ চলাচলের স্থানে না পড়ে, সে দিকেও লক্ষ রাখবে। (১১/৯৯১)