পাগড়ি সম্পর্কীয় হাদীসের হুকুম
প্রশ্ন : কতিপয় আলেম পাগড়ি সম্পর্কীয় সমস্ত হাদীসকে মওজূ বানোয়াট বলেন। তাঁদের এ দাবি সঠিক কি না?
উত্তর : একাধিক সহীহ হাদীস দ্বারা রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে পাগড়ি পরিধান করা ও সাহাবায়ে কেরামকে পরিধান করার ব্যাপারে উদ্বুদ্ধ করা প্রমাণিত। যারা বলে পাগড়ির সব হাদীস মওজূ তাদের এ দাবি মনগড়া ও ভিত্তিহীন। তবে পাগড়ি পরিধান করার নির্দিষ্ট ফজীলত সম্পর্কীয় হাদীসের ব্যাপারে মুহাদ্দিসীনে কেরামের বিরূপ মতামত পাওয়া যায়। (১৮/১১৮/৭৪৯৫)
Tag:পাগড়ি, হাদীস মওজূ