পর্দার মাধ্যমে পৃথক করা গোসলখানায় ওজুর দু’আ পড়া
প্রশ্ন : প্রচলিত গোসলখানা, যেখানে একসাথে পায়খানাও থাকে, এমন গোসলখানায় যদি মাঝখানে পর্দা টানানো হয় তাহলে সেখানে ওজু করলে ওজুর দু’আ পড়া যাবে কি না?
উত্তর : প্রচলিত গোসলখানা, যেখানে গোসলখানা ও পায়খানা একসাথে থাকে এবং পরিষ্কার-পরিচ্ছন্নও থাকেÑএ ধরনের বাথরুমের মাঝে যদি পর্দা টানানো হয় তাহলে সেখানে ওজু করলে ওজুর দু’আ পড়া আপত্তিকর নয়। (১২/১২৬/৩৭৬৮)