পরামর্শ ও সিদ্ধান্ত
প্রশ্ন : মোশাওয়ারা (পরামর্শ) করার সুন্নাত তরীকা কী? আমির সাহেব সংখ্যাগরিষ্ঠতা দেখে রায় দেবেন নাকি, মন মতো?
উত্তর : যদি আমির ও পরামর্শদাতাদের মধ্যে মতানৈক্য হয় তখন ফয়সালা কিভাবে দেবে সে বিষয়ে উলামায়ে কেরামের মতানৈক্য রয়েছে। কিছুসংখ্যক উলামায়ে কেরামের মতে, আমিরের ফয়সালা অগ্রাধিকার পাবে। (১/৩৬৪)
কিছুসংখ্যক উলামায়ে কেরামের মতে, অধিকাংশ পরামর্শদাতার মতই অগ্রাধিকার লাভ করবে।
উপরোক্ত মতামত ও বর্তমান পরিস্থিতিতে আমাদের মত হলো, যদি আমির এমন ব্যক্তি হন, যাঁর মধ্যে নেতৃত্বের যাবতীয় গুণাবলি বিদ্যমান, তখন আমিরের মতই অগ্রাধিকার লাভ করবে। পরামর্শদাতাদের সংখ্যা দেখার প্রয়োজন হবে না। আর যদি আমির যাবতীয় গুণাবলির অধিকারী না হন, তখন দ্বীনদার, খোদাভীরু অধিকাংশ পরামর্শদাতার মতই গ্রহণযোগ্য ও অগ্রাধিকার পাবে।
Tag:পরামর্শ