পরপুরুষের কাছে হিফজ পড়া
প্রশ্ন : ১৫ বছর বয়স্কা একটি বালিকা, হাফেজা মহিলার কাছে ১৪ পারা হেফজ করেছে। কোনো কারণে ওই হাফেজা মহিলা আর পড়ান না এবং অন্য হাফেজার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। অভিভাবক বালিকাটির বাকি ১৬ পারা হেফজ করানোর জন্য একজন বিবাহিত পুরুষ হাফেজ সাহেবের ব্যবস্থা করল, যাতে পর্দার সাথে বালিকাটি বাকি পারাগুলো ইয়াদ করে ফেলে এবং হাফেজা হয়ে যায়। উপরোক্ত ব্যাপারে বাইরের পুরুষ লোকের জন্য বালেগা মেয়ের আওয়াজ শোনা শরীয়তে কতুটুকু অনুমতি দেয়?
উল্লেখ্য, বাড়ির ভেতর থেকে মেয়েটির পড়াশোনার কালে যদি বাড়ির লোকজনের নেগরানী মজবুত হয় এবং মেয়েটির সাথে ওই হাফেজ সাহেবের পড়াসংক্রান্ত ব্যাপার ছাড়া অন্য কোনো কথাবার্তা না হয়, তাহলে হুকুম কী?
উত্তর : মেয়েদের বুঝ-বুদ্ধি হওয়ার পর কোনো বেগানা পুরুষের নিকট পর্দার সহিতও শিক্ষা লাভ করা জায়েয নয়। ঘরের বাইরে ও ভেতরে একই কথা। তদুপরি প্রশ্নে বর্ণিত হেফজ শেষ করা কোনো জরুরি বিষয় নয়। বৈধ পন্থায় পারলে ভালো, না হয় মাথাব্যথার প্রয়োজন নেই। মহিলাদের বিশেষ শিক্ষার ব্যবস্থাস্বরূপ বেহেশতী জেওর বাংলা পড়ে নেবে। কোনো সমস্যা দেখা দিলে পুরুষের মাধ্যমে সমাধান নেবে। (৬/৩৪৪/১২৩৩)
Tag:হিফজ পড়া