পত্রপত্রিকা, লিফলেট ও দাওয়াতনামায় আয়াত ছাপানোর হুকুম
প্রশ্ন : সংবাদপত্র, পাঁচমিশালী পত্রিকা, লিফলেট এবং দাওয়াতনামায় কোরআনের আয়াত ছাপানোর হুকুম কী? উল্লেখ্য যে এসব ক্ষেত্রে বিভিন্নভাবে কোরআনের আয়াতের অবমাননার সমূহ সম্ভাবনা আছে। যেমনÑ যেখানে সেখানে ফেলে দেওয়া, পদদলিত করা এবং অপর পৃষ্ঠায় অর্ধনগ্ন ছবি ছাপানো ইত্যাদি।
উত্তর : দ্বীনের প্রচার-প্রসারের ক্ষেত্রে সংবাদপত্রে, পত্রিকায়, লিফলেটে ও দাওয়াতনামায় কোরআনের আয়াত ছাপানো জায়েয। কিন্তু তা খারাপ জায়গায় ফেলে দেওয়া এবং পদদলিত করা কোরআনের আয়াতের সাথে চরম বেয়াদবী হওয়ায় নাজায়েয। যদি এসব জায়গায় কোরআনের আয়াত ছাপানোর দ্বারা আয়াতের অমর্যাদা হওয়ার প্রবল আশংকা হয়, তাহলে কোরআনে কারীমের সম্মান-মর্যাদা সংরক্ষণার্থে তা বর্জনীয়। (১৬/১৭৬/৬৪০০)
বুখারি, হাদিস : 7541, মুসলিম : 13/15, আদ্দুররুল মুখতার : 4/130, হিন্দিয়া : 5/323, মাহমুদিয়া : 3/535