নেক আমলের দ্বারা সগীরা গোনাহ মাফ হয়ে যায়
প্রশ্ন : শরীয়তের ভাষ্য মতে, কবীরা গোনাহের ক্ষমাপ্রাপ্তির জন্য তাওবা করা শর্ত এবং বিভিন্ন ইবাদত জারি থাকাবস্থায় সগীরা গোনাহ মাফ করা হয়। প্রশ্ন হলো, কারো জিম্মায় কবীরা গোনাহ থাকাবস্থায় বিভিন্ন ইবাদতের দ্বারা তার সগীরা গোনাহ মাফ করা হবে কি না? দলিলসহ জানালে উপকৃত হব।
উত্তর : কারো জিম্মায় কবীরা গোনাহ থাকাবস্থায়ও নেক আমলের উসিলায় তার সগীরা গোনাহ মাফ হয় বলে উলামায়ে কেরাম মত পোষণ করেছেন। (১৩/২৩৫/৫২০১)
Tag:সগীরা গোনাহ