নিরুপায় হয়ে নাপাক কাপড়ে নামায পড়া
প্রশ্ন : বাজার থেকে ঘরে ফেরার পথে প্রস্রাব দ্বারা আমার কাপড় নষ্ট হয়ে যায়, পথে পানির কোনো ব্যবস্থা নেই এবং ঘরে পৌঁছতে নামাযের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এখন আমার করণীয় কী?
উত্তর : যে কাপড়ে প্রস্রাব লেগেছে যদি ওই কাপড়ের চতুর্থাংশ বা তার বেশি অংশ পবিত্র হয় এবং আপনার কাছে কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে এবং ওই কাপড় ছাড়া সঙ্গে অন্য কোনো কাপড়ও না থাকে এবং ব্যবস্থা করাও সম্ভব না হয়। অন্যদিকে নামাযের সময়ও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এমতাবস্থায় ওই কাপড় দিয়েই ওয়াক্তের ভেতরে নামায আদায় করে নেবে। পরে পুনরায় নামায পড়ার প্রয়োজন হবে না। (৪/৪৫১/৭৭৬)
Tag:নাপাক