নারীদের হাফেজা হওয়া ও হেফজ ভুলে যাওয়া
প্রশ্ন : বর্তমান সমাজে মাহিলারা হাফেজা হয়; কিন্তু দেখা যায় তারা হেফজ ধরে রাখতে পারে না। এ সমস্ত হাফেজার ব্যাপারে শরীয়তের বিধান কী? এবং তাদেরকে হাফেজা বানানো যাবে কি না?
উত্তর : কোনো মহিলা কোরআন হেফজ করার পর ভুলে যাওয়ার আশংকা প্রবল হলে ওই মহিলা হেফজ করবে না, পুরুষ হাফেজ যথেষ্ঠ পরিমাণ থাকাবস্থায় মহিলারা কোরআনের হাফেজা হওয়া জরুরি নয়। (১৫/৮১১/৬২৮১)
সুরা আহযাব : 33, ইবনে মাজাহ : 224, তাতারখানিয়া : 2/115