নামায ছেড়ে রিংটোন বন্ধ করলে তা আদায়ের পদ্ধতি
প্রশ্ন : এক ব্যক্তি মোবাইল সাথে নিয়ে নামাযে দাঁড়ায়। ইতিমধ্যে দীর্ঘ সময় রিংটোন বাজার কারণে নামায ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে এবং পরবর্তীতে সে নতুনভাবে নিয়্যাত করে নামায আদায় করে। নামায শেষে এক আলেম সাহেবকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনি যে স্থান থেকে নামায ছেড়েছেন সে স্থান থেকে পড়ে নিলেই নামায সহীহ হয়ে যাবে। জানার বিষয় হলো, উক্ত আলেম সাহেবের দেওয়া মাসআলাটি সঠিক কি না? এবং সঠিক মাসআলাটি কী হবে?
উত্তর : নামায অবস্থায় রিংটোন খোলা রাখা নিষেধ। ভুলে রিংটোন খোলা থাকায় বাজতে থাকলে এক হাত দিয়ে আওয়াজ বন্ধ করা শরীয়তের বিধান। নামায ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার পরও যদি কেউ নামায ছেড়ে দিয়ে রিংটোন বন্ধ করে তাহলে পুনরায় নামায শুরু থেকে পড়তে হবে। মধ্যখান থেকে শুরু করলে নামায হবে না, তাই উক্ত আলেমের কথাটি সঠিক হয়নি। (১৫/৪০৮/৬০৬৫)
Tag:রিংটোন বন্ধ