নামায ছেড়ে মোবাইল বন্ধ করা কখন বৈধ
প্রশ্ন : জুমু’আর নামায চলাকালীন এক মুসল্লির মোবাইলের রিং বেজে ওঠে কিন্তু ওই ব্যক্তি নামায ফাসেদ হয়ে যাওয়ার ভয়ে রিং বন্ধ করেনি। যার কারণে সকলের নামাযের খুশু-খুজুতে মারাত্মক ব্যাঘাত হয়। কারণ রিংটোন ছিল গানের রিংটোন, পরে সবাই তাকে গালাগাল করেছে। এমতাবস্থায় আমার জিজ্ঞাসা হলো :
১. ওই ব্যক্তি কি নামাযের মধ্যে মোবাইলের রিংটোন বন্ধ করতে পারবে? করলে তার নামায ফাসেদ হবে কি না?
২. যদি কারো মোবাইল এমন হয় যে বন্ধ করতে হলে আমলে কাসীরের প্রয়োজন হয় এমতাবস্থায় সে কি নিজের নামায ভেঙে মোবাইল বন্ধ করবে নাকি বন্ধ না করে সকলের নামাযে ব্যাঘাত করবে?
উত্তর : মোবাইলে গানের রিংটোন রাখা মুসলমানদের জন্য অনুচিত। মসজিদে প্রবেশের পূর্বে মোবাইল বন্ধ করে নেওয়াই উত্তম। তা সত্তে¡ও ভুলে বন্ধ করা না হলে নামাযে রিংটোন বাজার সাথে সাথে এক হাত দিয়ে মোবাইল বন্ধ করে দেবে, এতে নামায ফাসেদ হবে না। যদি কারো আমলে কাসীরের মাধ্যমে মোবাইল বন্ধ করতে হয় তাহলেও প্রয়োজনে নামায ভেঙে মোবাইল বন্ধ করে নেওয়া অন্যের নামাযে ব্যাঘাত করার চেয়ে শ্রেয়। পরে বাকি নামায পূর্ণ করে নেবে। (১৩/৬০৪/৫৩৬১)
Tag:মোবাইল বন্ধ করা