নামাযে কয় পদ্ধতিতে কিরাত পড়া যায়
প্রশ্ন : আমাদের দেশে যে কোরআন শরীফ প্রচলিত আছে সেটা কোন কিরাতের? যদি কেউ শুদ্ধভাবে কয়েকটি সূরা অন্য কিরাতে পড়তে পারে, তবে উক্ত কিরাত দিয়ে নামায পড়াতে পারবে নাকি অন্য কিরাতে নামায পড়ানোর জন্য কোনো শর্ত রয়েছে? শর্ত থাকলে সেগুলো কী কী এবং একই নামাযে কয়েক ধরনের কিরাত পড়া বৈধ হবে কি? দলিলসহ জানতে চাই।
উত্তর : যে ব্যক্তি কোনো অভিজ্ঞ কারীর নিকট কিরাতে সাব’আ, আশারা শিক্ষা করেছে তার জন্য এসব কিরাত দ্বারা নামায পড়ানো বৈধ। তবে তা সর্বসাধারণের সামনে এবং এমন জায়গায় পড়া জায়েয না, যেখানে ফেতনার আশঙ্কা রয়েছে। আর এক নামাযে একাধিক কিরাত পাঠ করা জায়েয হলেও অনুত্তম। আর যদি কয়েকটি কিরাত জমা করার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে তা নাজায়েয। উল্লেখ্য যে, আমাদের দেশের কোরআন শরীফ ইমাম আছেম (রহ.)-এর কিরাতে হাফ্স (রহ.)-এর বর্ণনায়। (১২/৮৪৯/৫০০৯)
Tag:কিরাত