নামাযের সময় শেষ হওয়ার উপক্রম হলে অপবিত্রের করণীয়
প্রশ্ন : একজন ব্যক্তির ওপর গোসল ফরয, তিনি নামাযের শেষ সময়ের ১০ মিনিট পূর্বে জাগ্রত হলেন। এখন গোসল করতে গেলে নামাযের ওয়াক্ত বাকি থাকে না। তিনি কিভাবে নামায আদায় করবেন?
অনুরূপ তাঁর হাতে সময় আছে; কিন্তু পুকুরঘাটে তাঁর মা-বোনগণ থাকার কারণে তিনি যেতে পারছেন না। এমতাবস্থায় তাঁর করণীয় কী?
উত্তর : কেবলমাত্র গোসলের ফরযগুলো তাড়াতাড়ি সেরে নামায পড়ে নেবে। যেমনÑকুলি করে নাকে পানি দিয়ে পুকুরে একটি ডুব দেওয়ার জন্য আনুমানিক তিন মিনিট সময়ের প্রয়োজন। তারপর ফরয ও ওয়াজিব সহকারে কেবল ফরয নামায আদায় করে নেবে। তবে যদি ততটুকু সময়ও না থাকে তাহলে সময়ের সংকীর্ণতায় তায়াম্মুম করে ফরয নামায আদায় করে নেবে এবং সাথে সাথে গোসল করে ওই নামায পুনরায় পড়ে নেবে।
যেকোনো উপায়ে ফরয গোসল সেরে ওয়াক্তের ভেতরে তাড়াতাড়ি ফরয নামায পড়ে নেবে। (৪/২০২/৬৫৮)