নামাযের মধ্যে দু’আ করা
প্রশ্ন : আমি একটি মাস’আলার ব্যাপারে সন্দিহান। তা হলো আল্লাহ পাকের ইরশাদ : واستعینوا بالصبر والصلوٰۃ অর্থাৎ “তোমরা আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য্য ও নামাযের মাধ্যমে।” এখন প্রশ্ন হলো, আমি কি নামাযের মধ্যেই আল্লাহর নিকট সাহায্য চাইব, নাকি নামাযের বাইরে? নামাযের মধ্যে হলে আরবী দু’আগুলোই পাঠ করলে যথেষ্ট হবে, নাকি আমার চাহিদা মোতাবেক ভিন্ন দু’আও করতে পারব? এবং দু’আ নিজ মাতৃভাষায় করলেও হবে, নাকি আরবীতেই করতে হবে?
উত্তর : প্রশ্নে বর্ণিত আয়াতে কারীমায় আল্লাহ পাক স্বয়ং সবর এবং সালাতকে মুসীবত দূর হওয়া ও প্রয়োজন পূরণের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। এ থেকে নামাযের ভেতরে বা বাইরে আরবীতে বা অন্য ভাষায় দু’আ করা নিয়ে সংশয়ে পড়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, নামাযের ভেতরেও দু’আ করা যায়। তবে দু’আগুলো মা’সূরা তথা কোরআন-হাদীসে বর্ণিত দু’আ এবং আরবীতে হওয়া জরুরি। (১৪/৪২/৫৫০৩)
Tag:দু’আ