নামাযের পর সম্মিলিত মুনাজাত
প্রশ্ন : কোনো কোনো উলামায়ে কেরাম বলে থাকেন যে ফরয নামাযের পর হাত উঠিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করা বিদ’আত, হাদীসে কোথাও এর কোনো ভিত্তি নেই। কথাটা কতটুকু সঠিক? প্রমাণসহ জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর : হাদীস শরীফ দ্বারা এ কথা সুস্পষ্ট দিবালোকের ন্যায় প্রতিভাত হয় যে ফরয নামাযের পর দু’আ কবুল হয়। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)ও ফরয নামাযের পর দু’আ পড়তেন, যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। বর্তমানেও এই আমল সুন্নাত হিসেবে প্রচলিত। তবে দু’আর সময় হাত উঠানো দু’আর আদবমাত্র, যার ইচ্ছা হাত উঠিয়ে আদবের সাথে দু’আ করবে, যার ইচ্ছা হাত না উঠিয়ে দু’আ পড়বে। এটাকে বিদ’আত বলা অজ্ঞতার পরিচয়। হ্যাঁ, হাত উঠানোর ব্যাপারে কাউকে চাপ সৃষ্টি করা যাবে না। কেউ চাপ সৃষ্টি করলে তা বিদ’আত গণ্য হবে। (১৯/৪৭৮/৮২৬৯)
Tag:মুনাজাত