নামাযের পর মাসনুন দু’আ আদায়ের সময়
প্রশ্ন : যেসব ফরযের পর সুন্নাতে মুআক্কাদা আছে। (যেমনÑযোহর, মাগরিব ও এশার নামায) এসব ফরযের সালাম ফিরিয়ে সাথে সাথে সুন্নাতের আগে আগেই আদইয়ায়ে মাসনুনাহ্ আদায় করতে হবে, নাকি সুন্নাতে মুআক্কাদা শেষ করে আদায় করতে হবে? আদইয়ায়ের মাসনুনাহ যথা : সূরা ফাতেহা, আয়াতুল কুরসী, তাসবীহ ইত্যাদি।
উত্তর : যে সমস্ত ফরয নামাযের পর সুন্নাতে মুআক্কাদা আছে, ওই সমস্ত ফরয নামাযের পর মাসনুন দু’আসমূহ পড়ার পূর্বে সুন্নাত আদায় করা উত্তম। (৫/১৫/৭৯৪)