নামাযের পর উচ্চস্বরে দু’আ করা
প্রশ্ন : ফরয নামাযের পর সাথে সাথে ইমাম আরবী ও বাংলা ভাষায় উচ্চস্বরে মুনাজাত করে আর মুসল্লিরা সম্মিলিতভাবে জোরে জোরে আমীন বলতে থাকে, যার কারণে মাসবুকদের নামায আদায় করতে ব্যাঘাত সৃষ্টি হয়। এ ব্যাপারে শরীয়তের ফায়সালা কী?
উত্তর : যেকোনো সময় দু’আ নিম্নস্বরে করাই উত্তম। ক্ষেত্রবিশেষে উচ্চস্বরে করাতেও আপত্তি নেই। তবে এর দ্বারা কারো নামাযে যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। (৭/৪৯০/১৭৪৫)
Tag:দু’আ