নামাযের দু’আ সবার জন্যই হয়ে থাকে
প্রশ্ন : নামাযের মধ্যে কি সবার জন্যই দু’আ করতে হয়? আমি যদি কেবল আমার জন্যই দু’আ করি তাহলে এটা বৈধ হবে কি না?
উত্তর : নামাযে যথা স্থানে ক্বেরাত, তাসবীহ, দু’আ ও দরূদ ঠিকমতো করলে নিজের জন্য ও সবার জন্য দু’আ হয়ে যায়। দু’আর মধ্যে নিজের সাথে অন্যদের শামিল করা ভালো। (৫/৩৫৬/৯৩৪)
Tag:দু’আ