নামাযের জন্য গাড়ি না থামালে করণীয়
প্রশ্ন : কোনো ব্যক্তি গাড়িতে সফরকালে নামাযের সময় হয়ে গেল; কিন্তু ড্রাইভারকে বলেও নামাযের কোনো সুযোগ না পেয়ে সে অপেক্ষা করতে লাগল। এভাবে নামাযের ওয়াক্ত প্রায় শেষ হয়ে গেল। এখন ওজু না থাকলে কী করবে? আর ওজু থাকলে গাড়িতে বসে বসে নামায পড়তে পারবে কি না? উল্লেখ্য, গাড়ি থেকে নেমে গেলে গন্তব্যে পৌঁছা তার জন্য অনেক কষ্টকর হবে।
উত্তর : গাড়িতে সফরকালে নামাযের সময় হয়ে গেলে এবং গাড়ি থামার পূর্বে নামাযের সময় শেষ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিলে ওজু করে আর ওজুর ব্যবস্থা না হলে, অর্থাৎ এক মাইলের ভেতরে পানির ব্যবস্থা না হলে তায়াম্মুম করে ফরয নামায দাঁড়িয়ে কিবলামুখী হয়ে রুকু-সিজদাসহ আদায় করে নেবে। দাঁড়ানোর ব্যবস্থা না থাকলে বসে বসে হলেও নামায আদায় করে নেবে; কিন্তু এ ক্ষেত্রে পরবর্তীতে নামায পুনরায় পড়ে নিতে হবে। পক্ষান্তরে ওজু/তায়াম্মুমের কোনো ব্যবস্থা না থাকলে নামাযের সময় শেষ হওয়ার আগে আগে নামাযীদের সাদৃশ্য অবলম্বন করে নিয়্যাত, কেরাত ইত্যাদি ব্যতীত শুধুমাত্র রুকু-সিজদা ইত্যাদি করে নেবে। পরবর্তীতে উক্ত নামায পুনরায় পড়ে নেবে। (৯/৯৭১)
Tag:নামাযের