নাভি ও হাঁটুর মধ্যবর্তী অংশ বাদ দিয়ে যৌন স্পৃহা নিবারণ করা
প্রশ্ন : হায়েয অবস্থায় স্ত্রীর হাঁটু থেকে নাভি পর্যন্ত অঙ্গটুকু বাদ দিয়ে বাকি অঙ্গগুলোর (যেমনÑহাঁটুর ভাঁজ বা হাতের কনুইয়ের ভাঁজের) মধ্যে যৌন কাজ করে বীর্যস্খলন করা জায়েয কি না?
উত্তর : হায়েয অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা একান্ত অপরিহার্য। তবে অপারগতাবশত গোনাহ থেকে বাঁচার মানসে হাঁটু থেকে নাভির মধ্যবর্তী অংশ বাদ দিয়ে অন্যান্য অঙ্গ দ্বারা যৌন স্পৃহা নিবারণ করা যায়। ৪/২৮৬/৬৯৫
Tag:নাভি ও হাঁটুর