নাবালেগের সহশিক্ষা
প্রশ্ন : নাবালেগ শিক্ষার্থীর জন্য সহশিক্ষা বৈধ আছে কি না? বিশেষ করে পাঁচ, ছয় ও সাত বছরের নিচের ছেলেমেয়েদেরকে একসাথে মহিলা শিক্ষিকা দ্বারা তালীম দেওয়া জায়েয আছে কি?
উত্তর : প্রশ্নে বর্ণিত বয়সের নাবালেগ ছেলেমেয়েদের সহশিক্ষা শিক্ষিকা দ্বারা দেওয়া বৈধ হবে। তবে বালক-বালিকাদের শিক্ষার ব্যবস্থা পৃথকভাবে করা সর্বাবস্থায়ই উত্তম। (১৮/৫৯৯)