নাপাক জুতা যে স্থানে পড়বে তার বিধান
প্রশ্ন : মানুষ জুতা পায়ে চলাফেরায় প্রায়ই প্রস্রাবের ওপর পা পড়ে বা অন্য নাপাকি জুতার তলায় লাগে। জুতার তলার এসব নাপাকি না ধুয়ে কোনো ভেজা কাপড় বা ফ্লোরে পা ফেললে বা ভেজা জুতা নিয়ে কোনো শুকনো জিনিসে পা ফেললে তা কি নাপাক হবে?
উত্তর : উপরোক্ত অবস্থায় ভেজা কাপড় বা ফ্লোরে নাপাকির গন্ধ বা রং স্পষ্ট না হওয়া পর্যন্ত ফ্লোর বা ভেজা কাপড় নাপাক হয়েছে বলা যাবে না। তবে প্রস্রাবের দ্বারা ভেজা-নাপাক জুতা নিয়ে শুকনো কাপড়ের ওপর চলার কারণে যদি কাপড় ভিজে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। (৫/৪৪০/১০০৮)
Tag:জুতা